GOURAV CREATION
বন্ধুরা , প্ৰথমেই গৌরভ ক্রিয়েশনে আপনাদের ধন্যবাদ জানাই।
শোলার জন্ম বৃত্তান্ত।
শোলা সাধারণতঃ খাল , বিল , পুকুর , ডোবা , নয়নজুলি ইত্যাদি জয়গায় জন্মাতে দেখা যায়। এটি বর্ষা কালিন একপ্রকার জলজ উদ্ভিদ। শোলা বর্ষার প্রাক্কালে শুকনো মাটিতে হালকা বৃষ্টির প্রভাবে মাটি থেকে বীজের অংকুর বের হয়। বীজ মাটি থেকে বের হওয়ার পর শোলার সবুজ গাছ দেখতে পাওয়া যায়। এই ছোট্টো ছোট্টো উদ্ভিদ গুলো দেখতে অনেকটা তেতুঁল গাছের পাতার ন্যায়। এই উদ্ভিদ গুলো খুবই নরম ও কালচে সবুজঃ হয়ে থাকে। বর্ষার জল পেলে এরা ধীরে ধীরে বেড়ে ওঠে।
বর্ষার জল পেলে এরা ধীরে ধীরে বেড়ে ওঠে। জলাভূমিতে জলরে পরিমান যতই বাড়তে থাকে শোলার গাছ গুলোও ততোই বাড়তে থাকে। জলা ভূমিতে জল যতই বাড়তে থাকে শোলার ততই বাড়তে থাকে।
0 Comments