GOURAV CREATION
I am Gourav Malakar , i'm starting new Blogging .
এর পরে আসি শোলা -কে জলাশয় থেকে সংঘ্রহ করার দিকে। এই উদ্ভিদ টিকে সংগ্রহ করা শুরু হয় বাংলার ভাদ্র - অশ্বিন মাস থেকে। আমার আগের ব্লগে বলা রয়েছে এই সম্পর্কে অল্প কিছু কথা। আপনারা নুতন হয়ে থাকলে আমার এই ব্লগের আগের পোস্ট গুলি দেখতে পারেন। সেখানেও শোলা সংগ্রহের সময় সম্পর্কে অল্প কিছু বনর্না রয়েছে।
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjq5EeTf_l6c4J8rdx5q26JziIhNKk63RHJlzvo5-zyPz8Xhz4xgBTQjMadkrhE6WkZ2uXuDXzoW2OROfHUiO_xlmINJZC5Kr3C3OM-YmTFOmPLXp1FOf7_5Ji5ujF82MVVVYqSk9vHm6WE/s450/6f56e84e-efe6-42d5-9be9-7fadcf05a3b7.jpgএখন শোলাকে সংগ্রহ করা হবে ; তবে এই মূল্যবান ও অর্থকারী উদ্ভিদ টিকে সংগ্রহ করার জন্য আমরা সেই সকল জলাশয়ে যাবো যেখানে শোলা উদ্ভিদ জন্মেছে। সেখানে গিয়ে প্রথমে , জল থেকে সংগ্রহ করার পর সেটিকে শুকনো মাটিতে নিয়ে আসতে হবে। এর পরবর্তী পর্যায়ে এটিকে ধারালো অস্ত্রের সাহায্যে উপরের অথার্ৎ গাছের ডাল -পালা ও কাজে আসবেনা এমন অংশ গুলোকে ছেঁটে বাদ দিতে হবে। এইবার শোলা গুলোকে দেখতে মনে হবে একটি সোজা রোমশ লাঠির মতো। তবে এতেই শোলা সংরক্ষনের শেষ নয়। এর পবর্তী পর্যায়ে ঐ সংগ্রহ কৃত কান্ড গুলিকে নিয়ে সূর্যলোকে ভালো ভাবে শুকিয়ে নিতে হবে। এখন বেশ কিছুদিন সূর্যালোকে সংঘ্রকৃত শোলা গুলিকে শুকনো করার কাজে সম্পন্ন করতে হবে। শোলা গুলো শুকিয়ে গেলে সেগুলোকে ভালো ভাবে সংরক্ষণ করা হয়ে থাকে।
তবে শোলা গুলোকে সংরক্ষণ করার পূৰ্ৱে শোলার গায়ের লোম গুলোকে পরিষ্কার এবং ছোট , মাঝারি এবং বড়ো ধরণের আঁটি বেঁধে রাখা হয়। এই আঁটি গুলি শোলার মোটা ও সরুর উপর ভিত্তি করে করা হয়। কাজে লাগানোর সুবিধার জন্য এই বাছাই এর কাজটি করা হয়ে থাকে।
ধ্যনবাদ আমার এই পোস্ট গুলি কে ফলো করার জন্য। ....
0 Comments