I am Gourav Malakar , i'm starting new Blogging .
Natural form of shola:
What does Shola look like?
What happens when the shola is small?
What happens when the shola grows?
Shola is not as beautiful as Shola in its entirety. Shola is like a small weed during germination. Under the influence of sun and rain, the shola grows slowly. One looks like the leaves of a small green tamarind plant. Gradually it grows in contact with sunlight and rain. This time can be called the senior month of Bengal. At this time, due to the effect of intense sun heat and Kalavaishakhi rain, the shola plant penetrates the soil. Later on, in the favorable condition of nature, his spirit becomes. Shola takes its proper form in the favorable condition of nature. On this side it starts raining and on the other side changes are also noticed in the shape of shola. Gradually, under the influence of water and rain, in the coming months, i.e. in the month of Ashar-Shravan, its final increase is in May, June and July.
However, when the natural environment and weather are favorable, the shola becomes thick and white and the height is very good in size. Again, if there is no favorable environment for shola, then the height of this plant decreases and a lot of branches appear, thereby losing the quality of the main stem of shola. It can also be said that even in these extreme conditions, the ingredients produced by the plants are not useless. Its ingredients also come in handy.
You will find the rest in my next blog. ...........................
শোলার প্রাকৃতিক রূপ :
শোলা দেখতে কেমন ?
শোলা গুলো যখন ছোট্ট থাকে তখন কেমন হয় ?
শোলা গুলো যখন বাড়তে থাকে তখন কেমন হয় ?
অপরূপ রূপে সুন্দরী শোলা যেমন সম্পূর্ণ রূপে , আসলে শোলা ঠিক তেমন নয়। অংকুর কালে শোলা ছোট্ট আগাছার মত হয়ে থাকে। রোদ -বৃষ্টির প্রভাবে শোলা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এক একটি শোলা উদ্ভিদ সবুজ ছোট্ট ছোট্ট তেঁতুল গাছের পাতার মত মনে হয়। ধীরে ধীরে তা বাড়তে থাকে সূর্যালোক ও বৃষ্টির সংস্পর্শে। এই সময় কালটি বলা যেতে পারে বাংলার জ্যৈষ্ঠ মাস। এই সময় প্রখর সূর্য তাপ ও কালবৈশাখী বৃষ্টির প্রভাবে শোলা উদ্ভিদ মাটি ভেদ করে। পরবর্তী সময়ে প্রকৃতির অনুকূল অবস্থাতে তাঁর স্প্রীতি হয়ে থাকে। শোলা প্রাকৃতির অনুকূল অবস্থায় তাঁর সঠিক রূপ নিয়ে থাকে। এই দিকে বৃষ্টিপাত হতে থাকে ও অন্য দিকে শোলার আকারেও পরিবতর্ন লক্ষ করা যায়। ধীরে ধীরে জল-বৃষ্টির প্রভাবে আগামী মাস গুলোতে অথার্ৎ আষাঢ় - শ্রাবন মাসে ইংরেজী মে , জুন ও জুলাই মাসে এর চূড়ান্ত বৃদ্ধি হয়ে থাকে।
তবে প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া অনুকূল হলে শোলা মোটা ও সাদা হয়ে থাকে এবং আকারে উচ্চতা খুব ভালো হয়ে থাকে। আবার শোলার জন্য অনুকূল পরিবেশ যদি না থেকে থাকে তবে এই উদ্ভিটির উচ্চতা হ্রাস পায় এবং প্রচুর শাখা প্রশাখার আবির্ভাব হয়ে থাকে , এতে করে শোলার মূল কাণ্ড টির গুনগত মান নষ্ট হয়ে যায়। একথাও বলা যেতে পারে যে এই প্রতি কূল পরিস্থিতিতেও উদ্ভিদ গুলোর উৎপাদিত উপাদান গুলি যে অকাজে আসে তা নয়। এর উৎপাদিত উপাদান গুলিও বিভিন্ন কাজে আসে।
বাকি অংশটি আপনারা আমার পররের ব্লগে পাবেনঃ। ...........................
0 Comments