শোলা একটি অর্থকারী বস্থু

                                 GOURAV CREATION

           
  : Introduction :   

I am Gourav Malakar


                                         শোলা একটি অর্থকারী বস্থু



একটি অর্থকারী বস্থু হিসেবে আমরা শোলাকে পরিগনিত করতে পারি , কেননা শোলার বতর্মান চাহিদা অনুযায়ী শোলা একটি অর্থকারী বস্তুতে পরিনত হয়েছে।  বতর্মানে শোলার চাহিদার কথা মাথায় রেখে যেমন এটির সংরক্ষণ করার লোকের সংখ্যা ক্রমবর্ধমান।  তাঁর পাশাপাশি শোলা একটি বাণিজ্যিক বস্তুতে পরিণত হয়েছে। আর এই বস্তুর চাহিদা শুধুমাত্র যে গ্রামে বা মকস্বলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে তা নয়।  বর্তমান ছোট শহর , শহরতলী এমনকি বড় বড় শহর গুলোতেও এই কাঁচামাল এর প্রচুর চাহিদা রয়েছে। আপাত দৃষ্টিতে এর বাজার ছোটো মনে হলেও বানিজ্য অর্থনীতিতে এর ভূমিকা রয়েছে।  বর্তমানে শোলার চাহিদা পূরণ না হওয়ার দরুন এর মূল্য প্রতিনিয়ত বেড়েই চলেছে।  কাঁচা মাল হিসেবে শোলার মূল্য বেড়ে যাওয়ার জন্য শোলার কাজ করা শিল্পী দের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।  আর সবথেকে বড় সমস্যার জায়গা হলো যে এই শোলা হলো বিশেষ সময়ে পাওয়া যায় এমন একটি বস্তু।  বর্তমান সময়ে শোলা শিল্পী দের কাছে অৰ্থভাবের ফলে তাঁরা বাজার থেকে শোলা ঠিক ঠাক ক্রয় করতে পারেন না।  এর ফল স্বরূপ ভালো শিল্পীরা তাদের প্রিয় কারু শিল্পটিকে বাদ দিতে বাধ্য হচ্ছেন।  এর একমাত্র কারন হলো ক্রমবর্ধমান কাঁচা মালের মূল্য বৃদ্ধি ও উৎপাদিত সামগ্রী বাজারে সঠিক মূল্যে বিক্রয় না হওয়া। 

Post a Comment

0 Comments