শোলা কোথায় ও কী কাজে ব্যাবহার হয় ...

                                             GOURAV CREATION


  : Introduction :   

I am Gourav Malakar  


 আগের ব্লগ গুলিতে আমরা দেখেছি যে শোলা কী ও কোথায় পাওয়া যায়।  এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে।  এই বিষয়ে আরো বিশেষ কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করুন। .........


আমরা এর পরে আলোচনা করবো শোলা কোথায় ও কী কাজে ব্যাবহার হয়ে  থাকে ? 

কাহারা এই কাজ করে থাকেন ?

যারা এই কাজের সঙ্গে যুক্ত তাঁদের কি বলা হয় ?


এই সব বিষয় নিয়ে আমরা এখন ও পরবর্তী আলোচনা গুলো করব।  

Kadam


এখন আসি শোলার ব্যবহার নিয়ে।  শোলা কে বিভিন্ন ভাবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়ে থাকে।  যেমন - বিভিন্ন পুজো , আচার অনুষ্ঠান , বিবাহ , অন্যপ্রশ্ন  প্রভৃতি ক্ষেত্রে শোলার ব্যবহার করা হয়ে থাকে।  এটি বিশেষত পশ্চিম বঙ্গের হিন্দু সম্প্রদায় ভুক্ত লোকেদের মধ্যে বেশি প্ৰচলিত রয়েছে।  শোলার তৈরি বিভিন্ন আনুষ্ঠানিক সামগ্রী গুলোর মধ্যে প্রধানত হলো - পানিকাত , কদম , বিভিন্ন দেব-দেবীর মূর্তি আঁকা  "বঅ" প্রভৃতি।  এই সামগ্রী গুলি পুজোতে ব্যবহার হয়ে থাকে।  এই আনুষ্ঠানিক সামগ্রী গুলি আমরা দশকর্মা ভান্ডার ও যারা শোলার বিভিন্ন সামগ্রী তৈরী করেন তাঁদের কাছ থেকে সংঘ্রহ করে থাকে। 


আমাদের পোস্ট গুলিকে ফলো করার জন্য আপনাদের অসংখ ধন্যবাদ। ......


আমাদের পরবর্তী পোস্ট গুলো কে পেতে আমাদের ব্লগ টিকে ফল করুন। ...



ধন্যবাদ  

Post a Comment

0 Comments