মালাকার এর আবির্ভাব কিভাবে

                         GOURAV CREATION



                                            : Introduction :


I am Gourav Malakar ,

Please Following my blogging GOURAV CREATION 


 এর পর আসি শোলার কাজ যারা করেন তাদের নিয়ে কিছু কথায়।  যারা শোলা শিল্প নিয়ে কাজ করেন তাঁদের মালাকার বলা হয়ে থাকে।  যারা মালা তৈরী করেন অথার্ৎ শোলার মালা , ফুল ইত্যাদি জাতীয় জিনিস তৈরী করেন তাঁদের মালাকার নামে অভিহিত করা হয়ে থাকে।  এই মালাকার সম্প্রদায় এর লোকেরা শোলার বিভিন্ন সামগ্রী তৈরী করে থাকেন। 


এই সম্প্রদায় অথার্ৎ মালাকার এর আবির্ভাব কিভাবে ? 


এই সম্পর্কে পুরাণ ভিত্তিক কিছু কথার ওপর ভিত্তি করে আমরা এ কথা বলতে পারি যে - পূরণে উৎপত্তি নিয়ে কিছু কথা বলা রয়েছে।  হিন্দু সম্প্রদায় এর পুরান অনুযায়ী দেবী পাবর্তী ও মহাদেব এর বিবাহ হয়।  সেই সময় মহাদেব অথার্ৎ মহেশ্বর  শিব ইচ্ছা প্রকাশ করেন যে তিনি   শোলার তৈরী মুকুট পরিধান করবেন।  সেই শোলার মুকুট  কে তৈরী করবেন তা নিয়ে দেবকূলে আলোচনা আরম্ভ হয় এবং এটি তৈরির দায়িত্ব বিশ্বকর্মার উপর ন্যাস্ত করা হয়।  বিশ্বকর্মা কিছুই বুজতে পারছিলেন না , তিনি কি করবেন।  তাঁর কাছে স্বর্ণকার , কুম্ভকার , কর্মকার প্রভৃতি প্রায় সকলের ই খোঁজ ছিল কিন্তু জানা ছিলোনা যে শোলার জিনিস কে তৈরী করেন।  অবশেষে মহাদেবের বরদানে শোলার কারিগর মালাকার এর উদ্ভব হয়।  এর পর মালাকার পুশকুরুনী থেকে শোলা সংগ্রহ করে নিয়ে আসেন।  এরপর মহাদেবের জন্য শোলার মুকুট তৈরী করেন।  এরপর মহাদেবের ইচ্ছা পূরণ ও মালাকার সম্প্রদায় এর উদ্ভাবন হয়।  এর পর থেকে সকল দেব-দেবীর জন্য একপ্রকার অলংকার হিসাবে শোলার তৈরী অলংকার ব্যাবহার হতে থাকে। ...............................................

Mukut


ধন্যবাদ বন্ধু রা , আমাদের এই লেখা গুলিকে প্রতি নিয়ত  ফলো করবার জন্য।

আবারো ধন্য বাদ জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। .........................




এই ভাবে আমাদের পশে থাকুন ও আমাদের উৎসাহিত করুন , আর কোনো কিছু জানানোর থাকলে কমেন্ট করুন    ..........................................

Post a Comment

1 Comments

খুব সুন্দর এবং অনেক ভালো হয়েছে তুমি এভাবে করতে থাকো অনেক দূর এগিয়ে যাও আমাদের অনেক ধন্যবাদ তোমাকে জানাই