শোলা ব্যবহার করে যারা বিভিন্ন সামগ্রী তৈরী করেন

                                GOURAV CREATION



                                                            : Introduction :


I am Gourav Malakar ,

Please Following my blogging GOURAV CREATION 




শোলা ব্যবহার করে যারা বিভিন্ন সামগ্রী তৈরী করেন তাদের নিয়ে কিছু কথা।  আগের পোস্ট এ বলা হয়েছে যে শোলার কাজ যাঁরা করেন তাঁদের " মালাকার " নামে অবিহিত করা হয়ে থাকে।  এই মালাকার সম্প্রদায়ের লোকেদের মূল ব্যাবসা বা জাতি গত ব্যাবসা হলো শোলার সামগ্রী তৈরী করা ও তা বাজারে বিক্রয় করা। এ কথাও বলা যায় যে মালাকারদের কাজই হলো শোলার বিভিন্ন সামগ্রী তৈরী করা।  যেমনটি আমরা আট নং ব্লগে দেখেছি।  এই খানে পূরণ তত্ব অনুযায়ী মালাকার মানেই শোলার সঙ্গে যুক্ত ব্যাক্তি বা ব্যাক্তি বর্গ।

Sholar Maku


  আবার এ কোথাও বলা যায় যে ঈশ্বর প্রদত্ত বস্তু শোলা  এর কাজ করেন এমন ব্যাক্তি হলেন মালাকার।  বর্তমানে এও দেখা যায় যে শুধু মালাকার সম্প্রদায়ের লোকেরাই যে শোলার কাজ করছেন এমন টা নয়।  মালাকার ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও শোলার কাজ করে থাকেন।  তবে ইহা সেই সম্প্রদায় এর জাতিগত ব্যাবসা না।  তাঁরা মালাকার দের সঙ্গে থেকে অথবা নিজের প্রচেষ্টায় কাজটি রপ্ত করার পর বর্তমানে শোলার কাজটি করছেন। 

Post a Comment

0 Comments