শোলা দিয়ে কি কি জিনিস তৈরী করা হয়

                                GOURAV CREATION



                                                            : Introduction :


I am Gourav Malakar ,

Please Following my blogging GOURAV CREATION 







আজকে আমরা আলোচনা করবো শোলা দিয়ে কি কি জিনিস তৈরী করা হয় তা নিয়ে।  শোলা দিয়ে নানান দ্রব্য সামগ্রী তৈরী করা হয়ে থাকে।  এই দ্রব্য সামগ্রী গুলি বিভিন্ন আচার - অনুষ্ঠানে ব্যাবহার করা হয়ে থাকে।  আচার - অনুষ্ঠানের বিভিন্ন দ্রব্য সামগ্রী ছাড়াও বর্তমানে বিভিন্ন রকমের ঘর সাজানোর সামগ্রীও তৈরী করা হয়ে থাকে এই শোলা দিয়ে।  বর্তমানে কিছু কিছু শিল্পী তাঁদের দক্ষতাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের সামগ্রী তৈরী করে চলেছেন।  এই সামগ্রী গুলোর যেমন অন্তর দেশীয় বাজারে চাহিদা রয়েছে ঠিক তেমনই দেশের বাইরে এর চাহিদা রয়েছে।  শিল্পীরা তাঁদের ক্রিয়া-কৌশল কে কাজে লাগিয়ে বিভিন্ন সামগ্রী যেমন তৈরী করছেন ঠিক তেমনই তাঁর সুনাম ও দ্রব্যের চাহিদা বেড়ে চলেছে।  শোলা দিয়ে তৈরী লোকো-প্রয়জনীয় কিছু সামগ্রী সঙ্গে আজকে আমরা পরিচিত হবো।  আর একটি কথা বলা প্রোয়জনীয় , এই কথা টি হলো যে এই সামগ্রী গুলো বিভিন্ন পূজো-পাবর্নে , আচার - অনুষ্ঠানে ব্যবহার্য অবশ্যনীয় কিছু দ্রব্য।  যেটি প্রতি ক্ষেত্রে ব্যাবহার লক্ষ করা যায় বা অপরি হার্য হিসেবেও পরিগনিত হয় এ কথাও বলা যেতে পারে।  পুজোতে ব্যাবহার্য শোলার কিছু সামগ্রী রয়েছে যেগুলি অপরিহার্য বলেই পরিগণিত বলাযেতে পারে। 



Post a Comment

0 Comments